দেশে স্বৈরশাসন চলছে, আওয়ামী লীগ সরকার ভয়ঙ্করভাবে দেশ চালাচ্ছে: মান্না
তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছর পার হয়েছে এখনও দেশে স্বৈরশাসন চলছে এবং আইয়ুব যে রকম করে ক্ষমতা চালিয়ে ছিলেন, এরশাদ যে রকম করে ক্ষমতা চালিয়ে ছিলেন। সেই রকম করে অথবা তার চেয়ে ভয়ঙ্করভাবে তারা (আওয়ামী লীগ) দেশ চালাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষের জীবন এদের কাছে এতই তাচ্ছিল্য যে এরা মানুষকে মানুষই মনে করে না।’
রবিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে গণতন্ত্র ফোরামের উদ্যোগে জানুয়ারি স্বৈরশাসক এবং গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘আইয়ুব খানের আমলে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ লাল ফিতে নিয়ে সামনের দাঁড়াতো। এই লাল ফিতে অর্থ হচ্ছে, এটা পার হলেই গুলি করা হবে। তখন এক আসাদের মৃত্যুতেই পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। তখন মৃত্যু মানুষকে এত বেশি আলোড়িত করত। আর বর্তমানে মানুষের জীবন যেন কচু পাতার পানির মতো। যে রকম করে মানুষ মারা যাচ্ছে, অনেক দুঃখজনক, হৃদয় বিদারক। কিন্তু মানুষ দেখেও দেখছে না। এর কারণ হলো দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। যার কারণে স্বাধীনতার আগে মানুষ যে রকম আলোড়িত হতো এখন আর হয় না।’