মিলাদ দিয়ে আওয়ামী লীগ নেতার অবৈধ বালু উত্তোলন উদ্বোধন!

0

পাবনার বেড়ায় মিলাদ দিয়ে যমুনা নদীর অবৈধ বালু উত্তোলন উদ্বোধন করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন এবং চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

শনিবার বিকেলে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম বকুল যমুনা নদীর পাড়ে ড্রেজার মেশিনের উপর এই মিলাদ মাহফিলের আয়োজন করে। স্থানীয় গ্রামবাসীরা জানান, বেড়া উপজেলা রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও খানপুরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম বকুল সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা দিয়ে ‘বলগেট’ ড্রেজার মেশিন ক্রয় করেন। শনিবার বিকেলে মিলাদের মাধ্যমে এই বলগেট মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করা হয়।  

এ ব্যপারে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খানপুরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম বকুলের সঙ্গে কয়েকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়। নাম প্রকাশ না করে তার স্ত্রী পরিচয় দিয়ে এক নারী বলেন, বকুলের জ্বর এসেছে। এখন ঘুমিয়ে আছে কথা বলতে পারবেন না।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com