যারা ৭১’র রণাঙ্গণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, সে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি

0

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১’র রণাঙ্গণে যারা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন, সেসব বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসন অফিসে ‌‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ উপলক্ষে বিএনপি গঠিত মুক্তিযুদ্ধের সম্মাননা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সম্মাননা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, আব্দুস সালাম, কর্নেল (অব.) জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, মো. সাইফুল ইসলাম, ওবায়দুল রহমান অটল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com