ঢাবি’তে ছাত্রদলের মিছিল ও র্যালি
ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল ও র্যালি করেছে সংগঠনটি।
আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়। পরে, র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন ঘুরে দয়েল চত্বর হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এসময়, র্যালি থেকে সরকারের নানা সমালোচনা করে স্লোগান দেয় ছাত্রদলের কর্মীসমর্থকেরা। আর, যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
র্যালিতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও রাজধানীর বেশ কয়েকটি কলেজের নেতাকর্মীরা।