সিদ্ধিরগঞ্জে ১ বছরে ২৩ ধর্ষণ

0

অন্যরকম এক অভিজ্ঞতা নিয়ে শেষ হলো ২০২০ সাল। করোনার দাপটে অনেকেই প্রাণ হারিয়েছেন। কিন্তু এই মহামারির মধ্যেও থেমে ছিল না ধর্ষণের ঘটনা। বছরব্যাপী ধর্ষণের খবর ছিল সংবাদপত্রের শিরোনামে। ধর্ষকের বিচার দাবিতে অনেক আন্দোলন সংঘটিত হলেও হরহামেশায় ধর্ষণের ঘটনা ঘটেছে। পিছিয়ে ছিল না নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলাও।

সিদ্ধিরগঞ্জ থানার তথ্যানুযায়ী, ২০২০ সালে মোট ২৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে সিদ্ধিরগঞ্জে।

ধর্ষকের তালিকায় দিনমজুর থেকে শুরু করে গার্মেন্টসকর্মী, রাজনীতিবিদের নামও ছিল। এই তালিকা থেকে বাদ যায়নি পুলিশ সদস্যও।

সবগুলোর ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের অনেকেই গ্রেফতার হয়েছেন। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন।

প্রযুক্তির অপব্যবহারের কারণে ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে হচ্ছে বলে উল্লেখ করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, এর কুফল যুবকসহ সবার মাঝে তুলে ধরতে হবে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে প্রেমিক-প্রেমিকার মধ্যে মতের অমিল হলে পরবর্তীতে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয় বলে তিনি উল্লেখ করেন।

সিদ্ধিরগঞ্জের প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান মনে করেন, ধর্মীয় ও পারিবারিক অনুশাসন মেনে চললে ধর্ষণ কমে যাবে। এছাড়া পাঠ্যপুস্তকেও বিষয়টিকে গুরুত্ব দেয়া উচিত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com