আওয়ামী লীগ বাংলাদেশেও ‘শেখ ডাইনেস্টি’ প্রতিষ্ঠা করতে চায়: সোহেল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশেও ‘শেখ ডাইনেস্টি’ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা শেখ হাসিনাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানাতে চান, বিএনপির কারণে পারছেন না। মধ্যপ্রাচ্যে যেমন শেখ ডাইনেস্টি আছে, এক শেখ যান আরেক শেখ আসেন, বাংলাদেশেও উনারা শেখ ডাইনেস্টি প্রতিষ্ঠা করতে চান।’

গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগমের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও সারা দেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাবিব-উন-নবী সোহেল বলেন, ‘নামের সাথে তো শেখ আছে। খালি একটু আইনটা পাস করলেই হয়। বিএনপির কারণে তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না।’

এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে হটানোর আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি করার কারণে হাবিজা বেগমকে জীবন দিতে হয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমরা বিচার চাইব, বিচার আমরা পাবো না। এই স্বৈরাচারি সরকারের কাছে নারী হত্যার বিচার চেয়ে লাভ নেই, নারী ধর্ষণের বিচার চেয়ে লাভ নেই, শিশু হত্যার বিচার চেয়ে লাভ নেই, কোনও হত্যার বিচার চেয়ে লাভ নেই, কোনও অন্যায়ের বিচার চেয়েই লাভ নেই। কারণ সব অন্যায়কারীর আশ্রয়স্থল হচ্ছে ওই তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর সচিবালয়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com