সুলতানা রাজিয়ার ইন্তেকালে জামায়াত আমীরের শোক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বোন সুলতানা রাজিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, সুলতানা রাজিয়া মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, সুলতানা রাজিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
প্রেস বিজ্ঞপ্তি