স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির মিডিয়া কমিটির সভা
বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির ‘মিডিয়া কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চ্যুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।
সভাপতিত্ব করেন মিডিয়া কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
উপস্থিত ছিলেন কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এস এম ওবায়দুল হক নাসির, ফারজানা শারমিন পুতুল, আতিকুর রহমান রুম্মন, শায়রুল কবির খান, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, মাহমুদা হাবিবা, বাবুল তালুকদার, ইয়াসের খান, মো. হুমায়ুন কবির ও মীর সোলাইমান।
সভায় সিদ্ধান্ত হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যে সব অনুষ্ঠান আয়োজন করা হবে, তা সঠিকভাবে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে গঠিত মিডিয়া কমিটির প্রচেষ্টা চালাবে।