আইসিসি’র দশক সেরা টেস্ট খেলোয়াড় স্টিভেন স্মিথ

0

আইসিসি’র দশক সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। কিংবদন্তি ক্রিকেটার ডন ব্রাডম্যানের পরে নিজেকে সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি।

গত এক দশকে ৬৯ টেস্টে ৬৫.৭৯ গড়ে ও ২৬ সেঞ্চুরিতে ৭০৪০ রান করেন স্মিথ।  

০১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে দশকের এই সেরা টেস্ট খেলোয়াড়।

সাদা পোশাকের ক্রিকেটের দশক সেরা নির্বাচিত হওয়ার পথে স্মিথের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান) ও কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com