ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

0

বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্যদিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আলম সফি স্কুল কেন্দ্রের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন রায় বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি, একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

এর আগে দিনের শুরুতে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল ১০টার দিকে ১নং ওয়ার্ডে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শুভ দাস।

এছাড়াও সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, এয়াকুব নগর এলাকায় ভোটারদের কেন্দ্রে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সকাল ৮টার দিকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে সরকারদলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষের সংঘবদ্ধ একটি দল বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তাই শুরু থেকেই ভোটারদের মধ্যে শঙ্কা কাজ করছিল। ভোটের শুরুতেই সংঘর্ষের এসব ঘটনা ভোট প্রদানে প্রভাব ফেলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com