বাইডেনকে বিজয়ী ঘোষণা টুইটারের ট্রাম্পের ক্ষোভ

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছেন সেই শুরু থেকেই। আর এসব প্রচারে তার একমাত্র পছন্দ টুইটার। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক টুইট করে ট্রাম্প প্রচার শুরু করেন নির্বাচনে কারচুপি হয়েছে। শুরুর দিকে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের এ সংক্রান্ত টুইটের সঙ্গে ‘ভোট জালিয়াতির এ দাবি বিতর্কিত’ উল্লেখ করে ‘লেভেল’ লাগিয়ে দেয়। তাতেও থামছেন না ট্রাম্প। অবশেষে টুইটার প্রকাশ্যে ট্রাম্পের নিজস্ব টুইটগুলোতেই জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা শুরু করেছে। এতে টুইটারের ওপর বেজায় ক্ষিপ্ত ট্রাম্প আজ টুইট করেই টুইটার ‘সত্য দমন’ করছে বলে মন্তব্য করেছেন- ‘টুইটার তাদের ফ্ল্যাগ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, এমনকি সত্য দমনের কঠোর চেষ্টা করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com