চট্টগ্রামে ১ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

0

চট্টগ্রামে ১ লাখ ৪৬ হাজার ইয়াবা তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আনোয়ারা পিএবি সড়কের আনোয়ারা কালাবিরি দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায় পটিয়া ও আনোয়ারা পুলিশ। এসময় সন্দেহ হলে তাদের দুটি মোটর সাইকেল পুলিশ তল্লাসি চালিয়ে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১ লাখ ৪৬ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ। এসময় ৫টি মোবাইলসহ উপজেলার দমদমিয়ারনীলা সদর এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহীম (২৬) একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইনকে (২৫) আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আনোরা থানায় এসআই মুছা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.