সম্পর্ক স্বাভাবিক করার তালিকায় পাকিস্তান নেই: ইসরাইল

0

ইহুদিবাদী ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে আরো একটি মুসলিম দেশকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, তবে সে দেশটি পাকিস্তান নয়।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং তার আগে আরো কোন দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা -এমন প্রশ্নের জবাবে আকুনিস ওয়াই নেট টিভিকে বলেন, “আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।’

ইসরাইলের মন্ত্রী বলেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পঞ্চম দেশ কোনটি হতে যাচ্ছে সে বিষয়ে আমেরিকাই ঘোষণা দেবে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

আকুনিস পঞ্চম দেশটির নাম জানাতে অস্বীকার করেন তবে তিনি বলেন যে, প্রধানত দুটি দেশ আগ্রহী। এর মধ্যে একটি হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ তবে সেটি সৌদি আরব নয়। তার এ মন্তব্যের পর ওমানের নামটি বড় হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দেশটি হচ্ছে পূর্বে অবস্থিত এবং সেটি কোনো ছোটখাটো মুসলিম দেশ নয়, তবে সেটি পাকিস্তানও নয়।

গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত চারটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। দেশগুলো হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com