চীনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সীমান্তে ভারতের সেনাপ্রধান

0

গত সাত মাস ধরে লাদাখে চীন সীমান্তে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

এই শীতের মধ্যে ভারতীয় সেনা চীনকে মোকাবিলায় কতদূর প্রস্তুত আছে, তা দেখার জন্য বুধবার লাদাখে গিয়েছিলেন দেশটির সেনাপ্রধান এম এম নারাভানে। সীমান্তের কয়েকটি ফরোয়ার্ড পোস্ট ঘুরে দেখেন তিনি। খবর দ্য ওয়ালের।

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, এদিন লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর রেচিন লা পোস্টে গিয়েছিলেন ভারতের সেনাপ্রধান।

পূর্ব লাদাখে তাপমাত্রা এখন শূন্যের নীচে। সেখানে এখন ৫০ হাজার ভারতীয় সেনা মোতায়েন করা আছে। একই সংখ্যক সেনা মোতায়েন রেখেছে চীনও।

এদিন নারাভানের সীমান্তের পরিস্থিতির বিবরণ দেন লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। তিনি লাদাখে ফরটিন কোরের কম্যান্ডার।

ওই কোর ‘ফায়ার অ্যান্ড ফিউরি কোর’ নামে পরিচিত। এদিন সকাল সাড়ে আটটায় লাদাখে পৌঁছান নারাভান। সারা দিনই তিনি লাদাখের নানা জায়গা ঘুরে দেখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com