রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
প্রায় দেড় ঘণ্টা পর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে সাড়ে ৬টার দিকে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ইউনিট ঘটনাস্থলে গেছে।