মন্ত্রীরা বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছেন: মাহমুদুর রহমান মান্না

0

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের বক্তব্যের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মন্ত্রীরা এখন ‘বেহেশতের টিকিট বিক্রি’ শুরু করেছেন। মঙ্গলবার রাজধানীতে এক মানববন্ধন থেকে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী মান্নান সোমবার এক অনুষ্ঠানে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পুণ্য অর্জন করেছেন যে, তার বেহেশতে যাওয়ার অধিকার আছে, হক আছে।’ এর সমালোচনা করে মান্না বলেন, ‘মন্ত্রীরা আজকাল বেহেশতের টিকিট বেচা শুরু করেছে!… বেহেশতের টিকিটের যদি গ্যারান্টিই থাকে, তাহলে ভোটের টিকিট পাবেন না কেন? নির্বাচন দিয়ে দেন, মানুষ ভোট দেবে। বেহেশতেই যদি যেতে পারেন তাহলে পুলসেরাত পার হতে পারবেন না ভোটের?’ সরকারকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘চুরি করে ডাকাতি করে ক্ষমতায় বসেছেন। ক্ষমতা থেকে চলে যান, পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতিকে বলেন এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। আমরা আপনাদের কাছে বলতে বলতে ক্লান্ত। আমরা জানি, আপনাদের যত বেশি বলা হবে তত বেশি আপনাদের রাগ হবে। আপনারা ক্ষমতা ছাড়বেন না, অন্যের টুটি চেপে থামানোর চেষ্টা করবেন।’ দারিদ্র্য দূর করতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে মান্না বলেন, ‘বাংলাদেশে কেবল ধনী মানুষ আরও বেশি ধনী হচ্ছে, লুটেরারা আরও লুট করছে, লুট করে করে তারা তাদের সম্পত্তি বাড়াচ্ছে- এই হচ্ছে তাদের একমাত্র কাজ।’ এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘রাস্তায় বসে পড়েন, বসে শ্লোগান দেন, আপনার দাবির কথা বলেন। বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির সুরাহা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি।’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের এসএম আকরাম, শহীদুলস্নাহ কায়সার, মমিনুল ইসলাম বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com