রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।