বিজয় দিবসে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা

0

৪৯তম মহান বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।এরপর দলীয় নেতাকর্মীরা সেখানে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার ভোরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে বিএনপির মহাসচিবের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।

এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় বিএনপির উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com