ইশরাকের বাসায় হামলা

0

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৩টার দিকে একদল দুর্বৃত্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের ২য় লেনের বাসভবনের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় হামলাকারীদের ইট পাটকেলে বাড়ির অনেকগুলো গ্লাস ভেঙ্গে যায়। এছাড়াও পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা বাড়ির সামনে থাকা ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বিজয় দিবসে মানুষের স্বাধীনতাকে হরণ করার উদ্দেশ্যে হামলার মতো এই হীন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.