সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে: ইশরাক

0

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পাকিস্তানীরা আমাদের সবার অধিকার কেড়ে নিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা সেটা মেনে নিতে পারেনি বলেই তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই এই দেশ স্বাধীন করেছে। এখন এদেশে সবারই অধিকার সমান।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও শিশুদের মাঝে বই বিতরণী অনুষ্ঠানে শিশুদের প্রতি এসব কথা বলেন তিনি।

শিশুদের উদ্দেশে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, স্বাধীন দেশে আমাদের সবারই অধিকার সমান। এখানে কারো অধিকার বেশি নয়। আর এ জন্যই আমাদের পূর্বপুরুষরা সেসময় মুক্তিযুদ্ধ করেছিলেন। সুতরাং এই অধিকারে হস্তক্ষেপ করলে তা কখনোই তোমরা মেনে নিবে না।

বড়দের সবসময় সম্মান করতে হবে উল্লেখ করে তিনি শিশুদের বলেন, তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এমনকী তোমার দুইটা চকলেট থাকলে তার একটা কোনো অসহায় শিশুকে দিবে। কখনোই অন্যায়ের সাথে আপস করা যাবে না, অন্যায় দেখলেই তার প্রতিবাদ করতে হবে। আর এই বয়স থেকেই ভালোর সাথে আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা তৈরী করতে শিশুদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

পরে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধ এবং জিয়াউর রহমান সম্পর্কিত বই তুলে দেয়া হয়।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com