স্বামীকে আটকে রেখে ১৭ জন মিলে স্ত্রীকে ধর্ষণ

0

বাজার থেকে বাড়ি ফেরার পথে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ১৭ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা নামক এলাকায়।

নির্যাতিতার স্বামী জানিয়েছেন, মঙ্গলবার ( ৮ ডিসেম্বর ) গ্রামে বাজার শেষ করে রাত আটটার দিকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।  এসময় রাস্তায় মাতালপ্রায় ১৭ জন তাদের উপর হামলা করে। সেখানে কয়েকজন তাকে আটকে রেখে ঝোঁপের মাঝে নিয়ে তার স্ত্রীকে গণধর্ষণ করে। পরে কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাদের। 

ওই ঘটনায় নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ প্রধান আসামী রাম মোহালী সহ ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা (ডিআইজি) সুদর্শন মণ্ডল। 

অভিযুক্ত একজনকে এর মাঝেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে দেশটির পুলিশ। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com