ফাইজারের ভ্যাকসিন নিয়ে যুক্তরাজ্যে সতর্কতা জারি

0

বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে যুক্তরাজ্য । তবে ভ্যাকসিন প্রয়োগ শুরুর একদিন পর যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা একটি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, মারাত্মক অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে এমন মানুষের ফাইজারের ভ্যাকসিন নেওয়া উচিত নয় ।

মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের দুই জন কর্মী ভ্যাকসিন গ্রহণের তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ নিয়ে এনএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, ফাইজার ভ্যাকসিনে প্রতিক্রিয়া অনুভব করা উভয় চিকিৎসাকর্মীরই গুরুতর অ্যালার্জির অতীত ইতিহাস ছিল এবং তারা উভয়ই চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠেন।

গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। প্রথম ধাপে ভ্যাকসিন পাচ্ছেন কেয়ার হোম কর্মী, হাসপাতালের রোগী, এনএইচএস স্টাফ ও বয়স্করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com