ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

0

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।  মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন। 

পুলিশ ও বিজিবি সূত্র জানা যায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন নাজির ও রবিউল।  এ সময় ভারতের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হন তারা।  পরে আহত অবস্থায় বাংলাদেশে ফেরত আসে।  পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেই মারা যান। 

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।  এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।  লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com