রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন (ভিডিওসহ)

0

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস। এতে চালকসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ মোট নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। অন্তত তিনটি বগিতে আগুন লেগে পুড়ে গেছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় পতিত হয়ে রেল লাইনের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ট্রেনটির ইঞ্জিন ও কয়েকটি বগিতে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন।

দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর হতে ঢাকা চলাচল করে।

ঘটনাস্থলের ভিডিও দেখুন নিচে-

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com