আ.লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অন্যায়ভাবে বিরোধী দল-মতের ওপর হামলা চালাচ্ছে: খোকন
নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন বলেন, আজ আমরা মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করেছি। বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের সামগ্রিক অবস্থা ভালো নয়। সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণসহ সামাজিক যে অবক্ষয় চলছে তা থেকে পুরো জাতি মুক্তি চায়। আমাদের সাংবিধানিক অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ তার মৌলিক অধিকার ফিরে পেতে চায়। জনগণকে এক করে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এসব দাবি আদায় করতে হবে। ভোটাধিকারের মাধ্যমেই আমরা ক্ষমতার পালাবদল চাই, অন্য কোনো পন্থায় নয়।
তিনি আরও বলেন, এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অন্যায়ভাবে বিরোধী দল-মতের ওপর হামলা চালাচ্ছে। সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ। অর্থনীতি ভেঙে পড়েছে। হুন্ডির মাধ্যমে টাকা পাচার হচ্ছে। জনগণ রাষ্ট্রের মালিক। তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।