পরীক্ষা ছাড়া ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী ভর্তির পক্ষে ঢাবি শিক্ষকদের সাফাই
ঢাবি প্রতিবেদক
অনুষদ চাইলে সব সিদ্ধান্ত নিতে পারে। তবে অনেকেই মনে করেন, এটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতা হওয়া ছাত্রদের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে ডাকসুর আট নেতাসহ ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ছাত্র-ছাত্রীরা, যারা বিভিন্ন ব্যাংক, বীমা, করপোরেট হাউস ও টেলিকমের কাজ করে বা চাকরির সুযোগ পান, তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে লেখাপড়ার সুযোগ প্রদানের বিষয়ে দেড় বছর আগে অনুষদ সভায় আলাপের মাধ্যমে অনুমোদিত হয়। কিন্তু ঢাবির বাইরের ভর্তিচ্ছু আবেদনকারীকে যথাযথ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার বিধান চালু আছে।
এ সময় সাংবাদিকরা সিদ্ধান্তের লিখিত কপি চাইলে বুধবার তা সরবরাহ করবেন বলে জানান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর ভর্তির সময় সার্কুলারের সময় ছিলো না এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক শিবলী বলেন, আসন খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের সার্কুলারের বাইরেও ভর্তি করানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নয়। তাছাড়া শিক্ষার্থীরা একবার লিখিত পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, দ্বিতীয়বার দেওয়ার যৌক্তিকতা নেই।
কোর্স চলমান রাখতে ক্লাসে অংশগ্রহণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কারো যদি ৭৫ শতাংশ উপস্থিতি না থাকে তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।