রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এর নেতৃত্বে সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সালেহ মো. আদনানসহ কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক মানববন্ধনে অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।