ডায়াপার পরা শিশুর ব্যাটিং ভাইরাল, অবাক ভন (ভিডিও)
বয়স দুই থেকে আড়াই বছর! এ বয়সে ব্যাট ধরা মানা যায়! কিন্তু ব্যাট ধরে প্রতি বলে ক্রিকেটের ব্যাকরণ মেনে নিখুঁত ড্রাইভ করছে! যা দেখে চোখ ছানাবড়া ক্রিকেট মহলের। ডায়াপার পরা এ বাচ্চার স্ট্রেইট ড্রাইভ দেখে অবাক ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।
সোশ্যাল মিডিয়ায় বদৌলতে আশ্চর্য প্রতিভার এক বিস্ময় বালকের হদিশ মিলেছে। ডায়াপার পরেই ব্যাটিং করছে সে। হাতে গ্লাভস পরে একেবারে পোক্ত ক্রিকেটারদের মতো স্ট্যান্স নিয়ে ব্যাটিং করছে সেই খুদে।
এ খুদের অত্যাশ্চর্য কীর্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা দেখে এবার অবাক ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভন। টুইটারে তিনি লিখেছেন, নিশ্চিতভাবে ছেলেটির একটি বিড়াল অথবা কুকুর আছে…।
অবাক ফক্স ক্রিকেটও। তারা টুইটারে পোস্টে লিখেছে, ডায়াপার পরা বয়সে এমন আশ্চর্য ব্যাটিং! সত্যিই মুগ্ধ করল। এ বয়সে সে যে টেকনিক নিয়ে ব্যাটিং করছে, অনেক ক্লাব ক্রিকেটারেরই সেই টেকনিক নেই।
সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও এমন ব্যাটিং দেখে মুগ্ধ। অনেকে লিখেছেন, শচীন ইন মেকিং। অর্থাৎ আরেক শচীন তৈরি হচ্ছে। কেউ আবার খুদের প্রতিভা দেখে প্রশংসার ভাষা হারিয়েছেন। দু’একজন আবার ভনের পোস্টের নিচে গিয়ে শচীন…শচীন…শচীন স্লোগান দিয়েছেন।
সব মিলিয়ে ডায়াপার পরা এ শিশুর ব্যাকরণ মেনে ড্রাইভ শটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া।