বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু প্রতিবেদন আলোর মুখ দেখে না: গয়েশ্বর
পল্লবীর বাউনিয়াবাঁধ সংলগ্ন বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ক্রীড়া সম্পাদক আমিনুল হক ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজধানীর বিভিন্ন বস্তিতে আগুন লাগার পর ঘটনার রহস্য উদঘাটনে গঠিত তদন্ত কমিটির কোনো প্রতিবেদন আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
তিনি বলেন, গত তিন বছরে ঢাকায় বিভিন্ন বস্তিতে ৯৫৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী একটিরও অভিযোগপত্র দিতে পারেনি। এসব অগ্নিকাণ্ড কী পরিকল্পিত? নাকি ব্যক্তি স্বার্থে? অথবা সরকারি জমি যদি হয় এবং তা সরকারের আওতায় নেওয়ার সম্ভাবনা দেখা দেয় তখনই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠনের কথা শোনা যায়, তদন্ত কমিটি গঠিত হয়; কিন্তু প্রতিবেদন আলোর মুখ দেখে না।