সরকারের শিথিলতায় দুর্ঘটনা চরম মাত্রা লাভ করেছে : ফখরুল

0

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’টি ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন যাত্রীর প্রাণহানি এবং অসংখ্য যাত্রী আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন। বারবার ট্রেন দুর্ঘটনাসহ সড়ক ও নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও দুর্ঘটনার যথাযথ কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের শিথিলতার কারণেই দুর্ঘটনা এখন চরম মাত্রা লাভ করেছে।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে তাদের উদাসীনতা ও অবহেলার কারণেই মহাসড়ক-রেলপথ-নৌপথে মর্মান্তিক দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও কখনোই ভ্রূক্ষেপ করা হয় না। কারণ সরকারবিরোধী দলসহ গণতান্ত্রিক শক্তি দমনে যত তৎপর তার কিঞ্চিত পরিমাণও জনদুর্ভোগ কমাতে উদ্যোগী নয়। বর্তমানে দেশে আইনের শাসনের বদলে একদলীয় শাসনের কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অনাচার আর দুরাচারের প্রতাপ বৃদ্ধি পেয়েছে এবং লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের জবাবদিহিতা নেই বলেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সবসময় অবহেলিত ও উপেক্ষিত থাকছে। এদেশের জনগণ এখন এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি অতিক্রম করছে। বর্তমানে দেশের জনগণ শোক ও দুঃখের মধ্যেই দিনযাপন করছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com