ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

0

রায়পুরায় আলোচিত ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ব্রাহ্মণবাড়ীয়া শহরের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা পুলিশ।

রায়পুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনার পর থেকে শাকিল গা-ঢাকা দেন। প্রায় এক মাস পাঁচ দিনের মাথায় পুলিশ ব্রাহ্মণবাড়ীয়া শহরের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমম্বয়কারী ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার পিপিএম জানান, শাকিলকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শাকিল। পরে শহরের রাজু অডিটোরিয়ামের একটি কক্ষে আটক রেখে তাকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় ২৩ অক্টোবর দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলসহ আরো একজনের বিরুদ্ধে ভিকটিম রায়পুরা থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন (মামলা নং ৩৫)। পরে ওই রাতেই অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আটক করে রায়পুরা থানার পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com