লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: বিএনপি
লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তিনি বলেন, যতদিন বিএনপির একজন নেতাকর্মী থাকবে, ততদিন পর্যন্ত গণতন্ত্রের লড়াই চলবে।
সরকারের চরম ব্যর্থতায় দুঃশাসন ও দুর্ভিক্ষে বাংলাদেশ অচল হয়ে গেছে। এ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় দুঃশাসন-দুর্ভিক্ষে দেশ অচল হয়ে গেছে। দুর্ভিক্ষ আমাদের দরজায় কড়া নাড়ছে। দ্রব্যমূল্য আজকে আকাশ ছোঁয়া, সাধারণ মানুষ আজকে খেতে পারছে না, হাজারো যুবক বেকার। তারপরও তারা (সরকার) নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ’
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে নব্বইয়ের ডাকসু নেতা ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএমএর তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুল হক খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘নো টেস্ট নো করোনা’- এই বলে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মানুষ আজ বড় অসহায়, হাসপাতালে কোনো চিকিৎসা নেই। অনেক মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মারা যাচ্ছেন। করোনাকে তারা (সরকার) দুর্নীতির বাণিজ্য হিসেবে নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি করে শেষ করে দিয়েছে। তাই আজকে সময় এসেছে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ’