গ্রেফতারকৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে: মাওলানা মামুনুল হক

0

ফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হককে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কওমী মাদরাসার ছাত্ররা।

শুক্রবার (২৭ নভেম্বর) জুম’আর নামাজের পর বাইতুল মুকাররমের উত্তর গেইট থেকে এ বিক্ষোভ মিছিল আরম্ভ হয়।

মিছিল শুরু হওয়ার পর থেকেই বাঁধা ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে অনেকে আহত এবং অনেককে আটকের খবরও পাওয়া গেছে।

এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাওলানা মামুনুল হক।

তাঁর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল-

শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠিা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি৷ এই সাহসী জনতাকে স্বশ্রদ্ধ সালাম! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নির্যাতনের দৃশ্য জাতি দেখেছে ৷ বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে৷ ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে ৷ এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক ৷ দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপের প্রতীক্ষায় রইলাম ৷

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com