মাওলানা মামুনুল হক ইস্যুতে মাদরাসা ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জ
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হককে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কওমী মাদরাসার ছাত্ররা।
শুক্রবার (২৭ নভেম্বর) জুম’আর নামাজের পর বাইতুল মুকাররমের উত্তর গেইট থেকে এ বিক্ষোভ মিছিল আরম্ভ হয়।
মিছিল শুরু হওয়ার পর থেকেই বাঁধা ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে অনেকে আহত এবং অনেককে আটকের খবরও পাওয়া গেছে।