দেশের স্বাধীনতা-সর্বোভৌমত্ব রক্ষায় প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে বলেই দেশের প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। গণতন্ত্রে বিশ্বাস করে তাই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়।নির্বাচনের ফলাফল কি হবে তা জেনেও দেশের স্বাধীনতা সর্বোভৌমত্ব রক্ষায় প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নাটোর পৌর সভার মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা সংক্রান্ত এক মতবিনিময় অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী বাবুল চৌধুরী সহ অন্য নেতারা।