দেশে করোনায় মৃত্যু সাড়ে ৬ হাজার ছাড়াল

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। চব্বিশ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে এই ভাইরাসে মোট প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৫২৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯২ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এর মধ্যে ৩০ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটে ৬৪ জনের।

প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যাটি হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।

মৃত্যুর সংখ্যা কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। ৪ হাজার ছাড়ায় ২৫ আগস্ট। এর ২৮ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ায়। এরপর ৪ নভেম্বর ৬ হাজার ছাড়িয়েছিল। এর ২২ দিনের মাথায় সাড়ে ছয় হাজার ছাড়ালো মোট মৃত্যু সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও  জানায়, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।

একদিনে ২ হাজার ২৭৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com