জঙ্গিবাদ দমনে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ায় শুকরিয়া: মোজাম্মেল হক
দেশে জঙ্গিবাদ দমনে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকার জন্য শুকরিয়া জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রবিবার (১০ নভেম্বর) আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে মিরপুর রোড থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বাঙলা কলেজ মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশকে জঙ্গিবাদের মাধ্যমে সংকটের মধ্যে ফেলার প্রচেষ্টা ছিল। কিন্তু হাক্কানী আলেমরা ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আলেমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করেছে। আমি তাদের প্রতি শুকরিয়া আদায় করছি।’
সমাবেশে ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর ও মিয়ানমারের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্ব শান্তি জননিরাপত্তা ফিরিয়ে আনতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ইমাম সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মাশুকে মইনুদ্দিন, সৈয়দ হাসনাইন-এ মইনুদ্দিন, ড. আহমদ টিজানিডিন ওমর প্রমুখ।