বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাব

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা গত ২১ নভেম্বর ২০২০ তারিখে বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে

১। ড. খন্দকার মোশাররফ হোসেন

২। ব্যারিস্টার মওদুদ আহমেদ

৩। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার

৪। মির্জা আব্বাস

৫। গয়েশ্বর চন্দ্র রায়

৬। ড. মঈন খান

৭। নজরুল ইসলাম খান

৮। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৯। আমীর খসরু মাহমুদ চৌধুরী

১০। সেলিমা রহমান

১১। ইকবাল হাসান মাহমুদ টুকু

সভায় আলোচ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়—

১। সভায় বিগত ১৪ নভেম্বর ২০২০ইং তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পঠিত ও অনুমোদিত হয়।

২। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়।

৩। সভায় সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের দিনে ঢাকা মহানগরীর কয়েকটি বাসে, গণপরিবহনের কয়েকটি স্থানে অগ্নি-সংযোগের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ড এবং গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা তুলে নিয়ে যাওয়া কয়েকজন নেতাকে নির্যাতনের মাধ্যমে জোর করে জবানবন্দী দেওয়া এবং সিসি টিভি ফুটেজ-এর বরাত দিয়ে তাদের গ্রেফতার দেখানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে।সভা মনে করে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা মিথ্যা প্রচারনার মাধ্যমে বিএনপিকে হেয় প্রতিপন্ন করা এবং নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, দমন-নিপীড়ণ করে তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার অপ-কৌশল।বিএনপি পুনরায় দৃঢ়তার সঙ্গে ঘোষনা করছে যে, বিএনপি কোন রকম সন্ত্রাসে বিশ্বাস করে না। এটা সরকারের অপকৌশল, নিজেদের এজেন্টদের দ্বারা এইসব সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে বিএনপিকে দোষারোপ করা। যা অতীতে তারা করেছে। সভা অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানায়।

৪। সভা মনে করে, কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে দুটো ঔষধ প্রস্তুতকারী সংস্থা- ফাইজার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডনা। এছাড়াও রাশিয়া এবং চীন ইতিমধ্যেই তাদের নির্মিত ভ্যাকসিন ব্যবহার করতে শুরু করেছে। ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এখনও পর্যন্ত কোন স্বচ্ছ ধারনা জনগণের সামনে তুলে পারেনি।সভা মনে করে ভ্যাকসিন সংগ্রহ ও বন্টনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে যথাযথ পরিকল্পনা গ্রহন করে জনগণকে অবহিত করা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সরকারি ভাষ্য অনুযায়ী যে সকল তথ্য প্রকাশিত হচ্ছে তা অত্যন্ত অস্পষ্ট এবং বিভ্রান্তিমূলক। কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রাপ্তি জনগণের অধিকার। ইতিপূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছিলেন। সভা মনে করে ভ্যাকসিন সংগ্রহ ও বন্টন নিয়ে কোনও রকম দুর্নীতি না করে স্বচ্ছ নজরদারী ও জবাবাদিহিতার আওতায় নিয়ে এসে মানবিক কারণে জনগণের কাছে বিনামূল্যে প্রদান ও সহজলভ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভ্যাকসিন সংগ্রহ এবং সংরক্ষণের জন্য যথাযথ তাপ নিয়ন্ত্রিত সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সংগৃহীত হলে ও তা কার্যকারিতা হারাবে। সভা অবিলম্বে ভ্যাকসিন বিষয়ে সরকারের অবস্থান এবং গৃহীত পদক্ষেপের সঠিক তথ্য জনগণকে অবহিত করার দাবি জানায়।

৫। সভা আগামী ২৭ নভেম্বর স্বৈরাচারী এরশাদ বিরোধী গণঅভ্যত্থানে নিহত ‘শহীদ মিলন দিবস’ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য সিদ্ধান্ত গ্রহন করে।

৬। সভায় সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়।

৭। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবী ঘোষণা করেন।

(মির্জা ফখরুল ইসলাম আলমগীর)মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com