উগান্ডায় রাজনৈতিক অস্থিরতায় ৩৭ জনের মৃত্যু, ববি ওয়াইনের মুক্তি লাভ

0

উগান্ডার বিরোধী জনপ্রিয় নেতা ববি ওয়াইনের গ্রেফতারের পর বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেশটির পুলিশ। 

পরিস্থিতি সামাল দিতে ৩৮ বছর বয়সী সংগীত শিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইনকে শুক্রবার জামিনে মুক্তি দেওয়া হয়। তাকে করোনা নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে গ্রেফতার করা হয়েছিল।

অত্যন্ত জনপ্রিয় ববি ওয়াইন, ক্ষমসীন প্রেসিডেন্ট ইউরেই মুসেভেনি’র একজন ঘোরতর চ্যালেঞ্জার। প্রেসিডেন্ট মুসেভেনি, প্রায় ৪ দশক ধরে উগান্ডায় ক্ষমতায় রয়েছেন। ববি ওয়াইন তার পদত্যাগ দাবি করে আসছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com