জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া আ.লীগ সরকার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, `আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই। আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইনা। তোমরা যে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছো, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছো, সেটা জনগণের সামনে বারবার প্রতিষ্ঠিত হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত এজ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, `কিভাবে একটা সরকার তার রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে, রাষ্ট্রের প্রশাসন দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, তা জনগণ দেখতে পেয়েছে। তাই আমি বলবো নির্বাচনকে তোমরা প্রশ্নবিদ্ধ করেছ। তোমরা যদি সত্যিকারে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাইতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইতে, তাহলে উপ-নির্বাচন গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিতে। সরকারের উ্দ্দেশ্য তিনি আরো বলেন, আজকে তারা মিথ্যাচারের মধ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করছে, সংসদকে কলঙ্কিত করছে। সমগ্র জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, `আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় দিন। শুধু আনন্দময় দিন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরী তারেক রহমান। তার নেতৃত্ব গুণে তিনি আমাদেরকে একসূত্রে গেঁথে রেখেছেন। তিনি সারা দেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন। এই শুভ জন্মদিন আজকে তিনি আমাদের কাছে নেই। দেশের বাইরে থেকে তিনি এই দুঃশাসনে, এই দুঃসময়ে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন।’
সেলিমা রহমান বলেন, `আমরা জানি বাংলাদেশের মানুষের স্বাধীনতা নাই। নির্বাচনের কোন বৈধতা নেই। দিনের ভোট রাতে হয়ে যায়। আমাদের নেতাকর্মীদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যায়। তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। শুধু ক্ষমতা দখল করে নয় তারা নির্যাতন হামলা মামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ধ্বংস করতে চায়। শুধু তাই নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন, যে খালেদা জিয়া সাড়ে নয় বছর রাজপথে হেঁটে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। যে খালেদা জিয়া দেশের জন্য এক এগারোতে আপোষ করেননি। তিনি বলেছিলেন, এই দেশ আমার। দেশের মাঠি আমার। জণগন আমার। এই দেশ রেখে আমি যাবো না। সে সময় তিন আপোষ না করে স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছে। গত দুই বছর তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় জেল খেটেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত দেয়া হয়নি। এখন তিনি গৃহবন্দী অবস্থায় আছেন।’
তিনি বলেন, `শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান যদি বাংলার মাটিতে থাকে তাহলে তাদের অবৈধ সিংহাসনের আর থাকতে পারবে না। তাদের শাসন খান খান হয়ে ভেঙ্গে পড়বে। জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীকে তারা ভয় পায়।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।