মুন্সীগঞ্জে মেঘনা নদীতে লঞ্চে ডাকাতি

0

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন স্থানে এমভি মকবুল-২ নামের লঞ্চে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে শতাধিক মোবাইল সেট, নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

গজারিয়া নৌ-ফাঁড়ির এসআই মুজিবুর রহমান জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবোঝাই করে এমভি মকবুল-২ নামে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

লঞ্চটিতে প্রায় ২০০ যাত্রী ছিল। এদের অধিকাংশই চাকরিজীবী ছিলেন।

লঞ্চটি রাত ১১ টার দিকে মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাটের অদূরে আসলে পৃথক দু’টি স্পিডবোটে করে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়।

ডাকাতদলের সদস্যরা লঞ্চে চড়েই কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

এসআই মুজিবুর রহমান আরও জানান, খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ডাকাতদলের পিছু ধাওয়া করলেও স্পিডবোটে করে দ্রুত পালিয়ে যায় তারা।

পরবর্তীতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ ডাকাতদলকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। তবে কাউকে আটক করা যায়নি। বর্তমানে নৌ-পথে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com