তরুণ কবি আহমদ বাসিরের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
হৃদরোগে আক্রান্ত হয়ে কবি আহমদ বাসিরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী শোকবার্তা প্রদান করেন।
তারা বলেন, তরুণ কবি আহমদ বাসির বুধবার রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। দেশ ও সাম্প্রতিক বিষয় নিয়ে তার রচিত কিছু অসাধারণ গান তরুণ প্রজন্মের মাঝে সাড়া ফেলেছিল। তার রচিত গানগুলো তরুণ প্রজন্মকে ইসলাম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। তিনি শুধু কবিই ছিলেন না। তিনি ছিলেন সাংবাদিক, গবেষক ও বাচিকশিল্পী। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। ইসলাম ও দেশের জন্য তার কাব্য প্রতিভার স্বাক্ষর থেকে যাবে আগামীর প্রজন্মের জন্য ইনশা-আল্লাহ।
আমরা মহান আল্লাহর কাছে কবি আহমদ বাসিরের রুহের মাগফিরাত কামনা করছি ও জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি