তারেক রহমান এর ৫৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে বিএনপির দোয়া মাহফিল
তারেক রহমান’র ৫৬তম জন্মদিনসুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সারাদেশে বিএনপি’র দোয়া মাহফিল
শুক্রবার, নভেম্বর ২০, ২০২০, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৫৬তম জন্মদিন।
বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল ২০ নভেম্বর ২০২০, শুক্রবার সকাল ১০টায় ঢাকার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে উক্ত দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বার্তা প্রেরক, (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) সাংগঠনিক সম্পাদক-বিএনপি ও বিএনপি কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে