আ.লীগ সরকারের ‘দুঃশাসন’ থেকে মুক্ত হতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির
গত ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সেদিন শুধুমাত্র আমাদের যুবদলের একটা মিছিল ছিলো, সেজন্য তারা হয়তবা অফিসের নিচে অবস্থান করছিলো, উপরে একটা প্রেস ব্রিফিং চলছিলো। আমাদের কোনও রকমের কর্মসূচি ছিলো না।’
‘ওই মিথ্যা মামলায় অনেকে যারা বরিশালে অবস্থান করছেন বা অন্য কোথাও অবস্থান করছেন তাদেরও আসামি করা হয়েছে, করোনা রোগীকেও আসামি করা হয়েছে। আজকে ইশরাক হোসেন বলেছেন, আইসোলেশনে আছেন কতদিন যাবত, তিনি অসুস্থ। তাকে পর্যন্ত একটি মামলায় এক নম্বর, আরেকটায় তিন নম্বর আসামি করা হয়েছে। এই হলো বর্তমান সরকারের অবস্থা।’
সরকারের ‘দুঃশাসন’ থেকে মুক্ত হতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।