বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ভোট বাতিলসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল করতে না পেরে পুলিশ বেষ্টনীতে বিভিন্ন দাবিতে স্লোগান দেয় নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে সরকারী বরিশাল কলেজ ছাত্রদল নেতা সবুজ আকনের নেতৃত্বে জেলা ছাত্রদলের ব্যানারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুই উপ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানান তারা।