স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল সভা করবে বিএনপি
দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল সভা করবে বিএনপি।
দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী ২১ নভেম্বর শনিবার সকাল ১১টায় গুলশান চেয়ারপারসন অফিসের পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির” প্রথম সভা অনুষ্ঠিত হবে।’
শায়রুল কবির জানান, উদযাপন কমিটির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কালামের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।