মওলানা ভাসানী বেঁচে থাকবেন অনাদিকাল জুড়ে: মোস্তফা
মওলানা ভাসানী বেঁচে থাকবেন অনাদিকালজুড়ে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘এই দেশ ও এই জাতি যতদিন টিকে থাকবে, মওলানা ভাসানীকে কেউ অবহেলা কিংবা অবজ্ঞা করতে পারবে না। তাঁর সংগ্রামী আদর্শের কোনো মৃত্যু নাই। ইতিহাসই তাঁর সঠিক মূল্যায়ন করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ) আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম মোস্তফা বলেন, ‘শুধু ক্ষমতা রাজনীতির লক্ষ্য নয়, জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর কর্মকাণ্ডে তা প্রমাণ করেছেন মওলানা ভাসানী। তিনি আজীবন দেশের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এক কথায় মওলানা ভাসানী ছিলেন দুঃসাহসী ও চিরবিদ্রোহী রাজনীতিবিদ।’
ন্যাপ মহাসচিব আরও বলেন, ‘মওলানা ভাসানীর মতো আজীবন সংগ্রামী, দেশপ্রেমিক রাজনীতিবীদকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। ভাসানী একজন আদর্শ রাজনীতিক। তার সংগ্রামী জীবন, বিদ্রোহী চেতনা ঘুমঘোরে আচ্ছন্ন জাতিকে অধিকার আদায়ের অনুপ্রেরণা যোগায়।’
বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম. এ জলিল, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ঢাকা মহানগর নেতা হারুনুর রশিদ মৃধা, মো. হারুন-অর-রশিদ, নোয়াখালী জেলা সভাপতি বেলায়েত হোসেন, যুব নেতা বাহাদুর শামিম আহমেদ পিন্টু প্রমুখ।
আলোচনা সভা শেষে মজলুম জননেতা মওলানা ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সকালে বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় নেতা আকরাম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।