বিশ্বে করোনা রোগী শনাক্ত সাড়ে ৫ কোটি ছাড়াল

0

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ লাখ ৩২ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারটা পর্যন্ত গোটা বিশ্বে পাঁচ কোটি ৫৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোগটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার জন। মারা গেছেন ১৩ লাখ ৩২ হাজার ৩২৮জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এক কোটি ১৫ লাখের বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লাখ ৫২ হাজার। সুস্থ হয়েছেন ৭০ লাখের বেশি মানুষ।

ভারতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৮৮ লাখ ৭৪ হাজার জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে সুস্থ হয়েছেন ৮২ লাখ ৯০ হাজার মানুষ।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত ৫৮ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মারা গেছে এক লাখ ৬৬ হাজারের বেশি। তবে রোগটি থেকে সেরে উঠেছেন ৫৩ লাখ ২২ হাজার জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com