ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নামের পচা পার্টি এ দেশ থেকে বিতাড়িত হবে: বিএনপি

0

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের লেবাস পরে ক্ষমতায় আছেন। তাই তার পতনে একটু বেশি সময় লাগছে। কিন্তু সবচেয়ে সুখের বিষয়টা কি জানেন, এইবার যখন আওয়ামী লীগ পালাবে আর ফিরে আসবে না।’

গতকাল সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং গৃহবন্দি থেকে নিঃশর্ত মুক্তির করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এখন দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন আর আমাদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নির্বাসনে রয়েছেন, দেশে আসতে পারছেন না, আর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপভোগ করবো।’

তিনি বলেন, ‘সরকার বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে জর্জরিত করে রেখেছে। এছাড়াও দেশে গুম-খুন-হত্যা-ধর্ষণ চলছে। এরইমধ্যে আমাদেরকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে হবে। আমি বলব, এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মেজর হাফিজ যেন বসে না থাকে। আমরা দেশের এই অবস্থা থেকে মুক্তি চাই। গণতন্ত্রর মু‌ক্তি চাই। আমরা চাইবো, আপনাদের (মেজর হাফিজ)  নেতৃত্বে স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে দেশে গণতন্ত্র যেন মুক্ত হয়। মানবাধিকার যেন প্রতিষ্ঠিত হয়। বিচারব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। মানুষ যেন সত্যিকারের স্বাধীনতা উপভোগ করতে পারে।’

তিনি বলেন, ‘অনেকেই বলে বিএনপি অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের ৯০ শতাংশ ভোটার এখনও বিএনপির পক্ষে আছে।’

শেখ হাসিনার উদ্দেশ্যে মিলন বলেন, ‘শেখ হাসিনা আপনি কি ভেবেছেন ক্ষমতায় আপনি থেকেই যাবেন? এটা আমি বিশ্বাস করি না। পৃথিবীর অনেক স্বৈরশাসক চলে গিয়েছে। এরশাদের চেয়ে একটু বেশি সময় হয়তো আপনি (শেখ হাসিনা) নিচ্ছেন। এইতো বিষয়। এরশাদ তো উর্দি পরে এসেছিলেন, আর আপনি (হাসিনা ) গণতন্ত্রের লেবাস পরে এসেছেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। দলটি ক্ষমতা থেকে পালাতে একটু সময় নিচ্ছে। এজন্য কষ্ট পাওয়ার কিছু নেই। আপনারা হয়তো সুখ করতে পারছেন না। কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম সুখ করবে। এই আওয়ামী লীগ নামের পচা পার্টি এ দেশ থেকে বিতাড়িত হবে।’

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য একেএম আবুল কালাম আজাদ ও কৃষকদল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com