শাহ আমনতের অপারেশনাল কর্যক্রম বন্ধ

0

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকাল ৪টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সবধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে।

শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com